২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ এপ্রিল ২০২১

সোনারগাঁয়ে ইভটিজিং করায় যুবককে ১ বছরের কারাদন্ড

সোনারগাঁয়ে ইভটিজিং করায় যুবককে ১ বছরের কারাদন্ড

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক বছরের কারাদন্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইউএনও।

তিনি স্ট্যাটাসে লিখেছেন, উপজেলার বৈদ্যেরবাজার এলাকার মাসুম নামের ওই যুবককে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। গোসল করা অবস্থায় ভেজা কাপড় পরিহিত এক নারীকে অশ্লীল কথা বলা, কুপ্রস্তাব দেয়া ও অঙ্গভঙ্গি করে গোপনীয়তা লঙ্গন করে দন্ডিত যুবক। মহিলা প্রতিবাদ করলে তাকে আক্রমন করার জন্য উদ্ধ্যত হয়। ইতোপূর্বে মাসুম ওই এলাকায় ইভটিজিং করেছে বলে স্থানীয়রা জানান। দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় সর্বোচ্চ ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়