২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:২০, ৩০ আগস্ট ২০২১

আপডেট: ২১:২০, ৩০ আগস্ট ২০২১

সোনারগাঁয়ে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন

সোনারগাঁয়ে কুপিয়ে জখমের ঘটনায় মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকালে সোনারগাঁয়ের বাহাউল হক টেকনিক্যাল ইনস্টিটিউট এন্ড বিএম কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাহাউল হক এন্ড বিএম কলেজের সিনিয়র শিক্ষক লায়লা আফরোজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাহাউল হক এন্ড বিএম কলেজের উপাধ্যক্ষ শাহীন মীর, সহকারী শিক্ষক মুনীরা হক, প্রধান শিক্ষকের শাহজালাল সুমন, শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, স্থানীয় বাসিন্দা লিটন, মাহামুদা বেগম, ছাত্র মৈত্রী জেলা শাখার সভাপতি জেসমিন আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সৈয়দা আইরিন সুলতানা, কলেজের শিক্ষার্থী মেরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সোনারগাঁয়ের ইছাপাড়া এলাকায় বড় ভাই বাচ্চু মিয়ার হামলার শিকার হয়েছেন ছোট ভাই মহাসিন। সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। এই ঘটনায় মামলা হলেও পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। মানববন্ধন থেকে অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানানো হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়