২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:৫৪, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ২১:৪৯, ২৫ নভেম্বর ২০২১

সোনারগাঁয়ে নৌকা-লাঙ্গল সমর্থকদের সংঘর্ষ, পিস্তল উদ্ধারসহ আটক ৩

সোনারগাঁয়ে নৌকা-লাঙ্গল সমর্থকদের সংঘর্ষ, পিস্তল উদ্ধারসহ আটক ৩

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়৷ ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করে পুলিশ৷ পারভেজ নামে একজনসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটক বাকিদের নাম জানা যায়নি৷ সংঘর্ষকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে৷ ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

তবে লাঙ্গল প্রতীকের সমর্থকদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে জামপুর ইউনিয়নে জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুল আলম মাকসুদ ভূঁইয়া তার নেতাকর্মী নিয়ে নির্বাচনী প্রচারনায় বের হন। বস্তল এলাকায় আসলে নৌকার সমর্থিত নেতা-কর্মীরা মাকসুদের গাড়ির পথরোধ করে হামলা চালায়৷ হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে৷

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উভয় পক্ষই সংঘর্ষে জড়ায়৷ সেখানে গোলাগুলির মতো ঘটনাও ঘটে৷ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে৷ এদিকে পাকুন্ডা এলাকায় নৌকার কয়েকটি ক্যাম্প ভাংচুরেরও অভিযোগ পাওয়া গেছে।

এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না ও থানার ওসি হাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (‘খ’ সার্কেল) শেখ বিল্লাল হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউপি নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুমায়ূন কবির ভূইয়া ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ভূইয়া মাকসুদের সমর্থকদের মধ্যে সন্ধ্যায় এ সংঘর্ষ হয়৷ ওই সময় গোলাগুলির ঘটনাও ঘটে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় একটি পিস্তল উদ্ধার করা হয়৷ আটক করা হয় তিনজনকে৷

এ ঘটনায় আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়