২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৫৮, ২৯ ডিসেম্বর ২০২০

আপডেট: ২০:৪৬, ২৯ ডিসেম্বর ২০২০

সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি পরিত্যক্ত স্থান থেকে ২৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাড়ি মজলিস এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, একটি বিদেশী পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এসব কীভাবে এখানে এলো তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

তিনি জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার ইতালি প্রবাসী সিরাজুল ইসলামের নির্মাণাধীন ভবনের পেছনে একটি পরিত্যক্ত ভিটিতে সিমেন্টের বস্তায় মোড়ানো একটি মোবাইলের বাক্স দেখতে পায় নির্মাণ শ্রমিকরা। বাক্স খুলে পিস্তুল ও গুলি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ কান্তি সরকার ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়