২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ২১:৩৫, ৮ অক্টোবর ২০২০

স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপূজা উদযাপন করতে হবে: ইউএনও নাহিদা

স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপূজা উদযাপন করতে হবে: ইউএনও নাহিদা

প্রেস নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন সম্পর্কে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, প্রতিবারের ন্যায় এবারো দূর্গোৎসব পালন হবে যথারীতিতে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দূর্গাপূজা উদযাপন করতে হবে। এবার পূজা উপলক্ষে সদর উপজেলার ৭২টি মন্দিরের জন্য চাল বরাদ্দ আছে। যা মন্দিরগুলোতে পৌছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বাবু চন্দন শীল। আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন সরকার শিখন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়