১৯ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:০৫, ২০ অক্টোবর ২০২১

আপডেট: ২১:০৫, ২০ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: সড়ক দুঘর্টনায় সাংবাদিক শফিকুল ইসলাম জনির মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাংবাদিক মহল। বুধবার (২০ অক্টোবর) দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় পুরাতন ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা।

সভায় ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম সামাদ মতিন, জেলা ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সিটি প্রেস ক্লাবের সহসভাপতি শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ মাসুম, রুহুল আমীন প্রধান, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাঁধন।

আরও উপস্থিত ছিলেন, দৈনিক উজ্জিবীত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আলামিন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্য মো. মনির হোসেন, মো. মহসিন আলম, মিজানুর রহমান, মো. রবিউল, মো. দুলাল হোসেন, সেলিম হোসেন, শহিদুল ইসলাম, সোহেল সরকার, কাজী আনিসুল হক হিরা, মেহেদী হাসান রাসেল,আরিফ হোসেন, মাহবুবুর রহমান খোকা,জাহাঙ্গীর হোসেন,ফিরোজ রানা, হারুন অর রশিদ সাগর, মোকলেসুর রহমান তোতা, শফিকুল ইসলাম, সাদ্দাম হোসেন শুভ, ফয়সাল, মো: বদরুজ্জামান রতন, রফিকুল্লাহ রিপন প্রমুখ।

প্রসঙ্গত, গত রোববার (১৮ অক্টোবর) রাতে পঞ্চবটি কলেনীর সামনে শাহ্ সিমেন্টের গাড়ী চাপায় পিষ্ট হয়ে মারা যান চ্যানেল এস টিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনি (৩৫)।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়