২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩

হাতুড়ি দিয়ে স্ত্রীকে পিটিয়ে মারা স্বামী গ্রেপ্তার

হাতুড়ি দিয়ে স্ত্রীকে পিটিয়ে মারা স্বামী গ্রেপ্তার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী আখি আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক স্বামীকে কক্সবাজার থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা। রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

র‌্যাব জানায়, অভিযুক্ত সাইদুর রহমান (৩৫) ঘটনার পর থেকেই গা ঢাকা দেয়। গত শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সাইদুর রহমান সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রাথমিক তদন্তের বরাতে তানভীর মাহমুদ জানান, ১৫ বছর পূর্বে আঁখি আক্তার ও সাইদুর রহমানের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। মাদকাসক্ত সাইদুর রহমান তার স্ত্রীকে পরকীয়া সন্দেহে প্রায় সময় মারধর করতো। এ নিয়ে দীর্ঘদিন তাদের মধ্যে কলহ চলছিল। এরই জেরে গত ২ ফেব্রুয়ারি রাতে স্ত্রীর হাত-পা শেকল দিয়ে বেঁধে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথারিভাবে পিটিয়ে হত্যা করে সাইদুর। মারধরের সময় ভুক্তভোগীর দুই ছেলের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে দেখে পালিয়ে যায়।

এই ঘটনায় নিহতের পিতা ইব্রাহিম প্রধান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই মামলার একমাত্র আসামিকে আটকের পর সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়