২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:২৮, ১১ জুন ২০২১

আপডেট: ২১:০৮, ১১ জুন ২০২১

হিমালয় কমিউনিটি সেন্টার সিলগালা, মালিক-ম্যানেজারের জেল

হিমালয় কমিউনিটি সেন্টার সিলগালা, মালিক-ম্যানেজারের জেল

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করায় মালিক ও ম্যানেজারকে এক মাসের জেল দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত৷ শুক্রবার (১১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে অবস্থিত হিমালয় কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়৷ কমিউনিটি সেন্টারটি সিলগালাও করা হয়েছে৷

স্থানীয় সূত্র জানায়, এই কমিউনিটি সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল৷ যদিও কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির দিক নজর রেখে কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে৷ সরকারি নির্দেশনা উপেক্ষা করে কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খবর পেয়ে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুন্নবী৷ তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কমিউনিটি সেন্টার ভাড়া দেয়ায় হিমালয় কমিউনিটি সেন্টারের মালিক মোশারফ হোসেন ও ম্যানেজার সুজাউল করিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট৷ একই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কমিউনিটি সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান মো. নূরুন্নবী৷

এদিকে একটি সূত্র জানায়, কমিউনিটি সেন্টারে অভিযান চালালে সেখানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালী মাহমুদ খান৷ তিনি ম্যাজিস্ট্রেটের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ পরে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ৷ এ প্রসঙ্গে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নূরুন্নবী বলেন, অভিযানে কোনো বাধার সম্মুখীন তারা হননি৷ জেলা প্রশাসক ওই পথ দিয়ে যাচ্ছিলেন, পরে কিছু সময়ের জন্য কমিউনিটি সেন্টারে গিয়েছিলেন তিনি৷

তিনি আরও বলেন, হিমালয় কমিউনিটি সেন্টার ছাড়াও শহরের লা ভিস্তা ও গ্রান্ড হল রেস্তোরাঁয় অভিযান চালানো হয়৷ তবে তাদের স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়৷

জানতে চাইলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি ওয়ালী মাহমুদ খান বলেন, ‘আমি সেখানে দাওয়াতে গিয়েছিলেন৷ এলাকাক মুরুব্বি হিসেবে লোকজন আমারে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার অনুরোধ জানান৷ আমি ম্যাজিস্ট্রেটের সাথে অভিযানের বিষয়ে কথা বলতে চাইলে তারা প্রথমে পাত্তাই দেননি৷ আমার পরিচয় পাবার পর তারা একটু নিবৃত হন৷ পরে জেলা প্রশাসকও আসেন৷ তিনি খুবই ভালো আচরণ করেছেন৷ পরে জানলাম সরকারি নির্দেশনা না মানায় কমিউনিটি সেন্টার সিলগালা করা হয়েছে৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়