২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:১১, ১৮ জানুয়ারি ২০২১

হিরাঝিল, রাজধানী হোটেলসহ ৫ প্রতিষ্ঠানে অভিযান

হিরাঝিল, রাজধানী হোটেলসহ ৫ প্রতিষ্ঠানে অভিযান

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে খাবারের হোটেল, ফার্মেসি ও কয়েল কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক প্রদত্ত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এই অভিযান পরিচালনা করেন।

সোমবার (১৮ জানুয়ারি) সদর উপজেলা, সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মো. সেলিমুজ্জামান জানান, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করায় চাঁদপুর মেডিকেল হলকে ২০ হাজার, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করায় হিরাঝিল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার, রাজধানী হোটেলকে ২০ হাজার, সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার এবং কয়েল কারখানা এম কে এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা করে মোট ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়