২৩ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৩১, ২৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:৩১, ২৯ নভেম্বর ২০২১

হেফাজত মহাসচিবের মরদেহ সিদ্ধিরগঞ্জের বাড়িতে

হেফাজত মহাসচিবের মরদেহ সিদ্ধিরগঞ্জের বাড়িতে

প্রেস নারায়ণগঞ্জ: হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদীর পৈতৃক বাড়ি ও জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারি হলেও তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর এলাকায়। সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার পর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল ইসলাম জিহাদী।

সোমবার (২৯ নভেম্বর) বিকালে মাদানীনগর এলাকায় বাড়িতে আনা হয় তাঁর মরদেহ। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। শেষবারের মতো দেখতে আত্মীয়-স্বজনসহ হেফাজতের শত শত নেতাকর্মী বাড়িতে ছুটে যান।

মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষে বিকালে নারায়ণগঞ্জে বাড়িতে আনা হয়। সেখান থেকে রাজধানীর খিলগাঁও আল জামিয়াতুল ইসলামিয়া মাখজানুল উলুম মাদ্রাসায় নেওয়া হবে। বাদ এশা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজার শেষে মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা কবরস্থানে নিয়ে দাফন করা হব।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়