২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৩০, ১৭ এপ্রিল ২০২১

১২ দোকানিকে জরিমানা, আরো কঠোর হওয়ার ঘোষণা

১২ দোকানিকে জরিমানা, আরো কঠোর হওয়ার ঘোষণা

প্রেস নারায়ণগঞ্জ: নগরীর কালিবাজার ও দ্বিগুবাবু বাজার এলাকায় অভিযান চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান-বিন-মুহাম্মাদ আলী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মারুফের নেতৃতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় স্বাস্থ্যবিধি না মানায় এবং সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে কালীবাজার এলাকার সাত দোকানিকে ১৩ হাজার এবং দ্বিগুবাবু বাজার এলাকার পাঁচ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) হাসান-বিন-মুহাম্মাদ আলী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে কালীবাজার এলাকার দোকান ও মার্কেটগুলোতে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি এবং সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে আমরা কালীবাজার এলাকার সাতটি মামলায় ১৩ হাজার টাকা এবং দ্বিগুবাবু বাজার এলাকায় পাঁচটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এই অভিযান নিয়মিত চলতে থাকবে। যদি তাতেও কেউ নির্দেশ অম্যান্য করে দোকান খোলা রাখে সেক্ষেত্রে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়