২০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২৮, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৯:২৯, ২৯ নভেম্বর ২০২২

১৫ মামলার আসামি ‘স্ট্রিট ডাকাত’ গ্রেপ্তার

১৫ মামলার আসামি ‘স্ট্রিট ডাকাত’ গ্রেপ্তার

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে সেন্টু মিয়া (৪০) ডাকাতদলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, সোমবার দিবাগত রাতে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেন্টু মিয়াকে।

গ্রেপ্তার সেন্টু উপজেলার সোনাখালীর বাররাপুর এলাকার রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্সের ছেলে।

রিজওয়ান সাঈদ জানান, সেন্টু মিয়া ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। সে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে ‘স্ট্রিট ডাকাত’ নামে অধিক পরিচিত। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা এবং সোনারগাঁ থানায় অস্ত্র আইন, মাদক মামলা এবং ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।’

‘তাকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকদিন যাবৎ র‌্যাবের গোয়েন্দা নজরদারি ছিল। গ্রেপ্তারের পর আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।’ যোগ করেন র‌্যাবের এই কর্মকর্তা।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়