২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:২৬, ২৭ মার্চ ২০২১

২ ঘন্টা লাগবে না, নারায়ণগঞ্জ অচল করে দেবো: ফেরদাউস

২ ঘন্টা লাগবে না, নারায়ণগঞ্জ অচল করে দেবো: ফেরদাউস

প্রেস নারায়ণগঞ্জ: মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, ‘শুক্রবার হেফাজত কিংবা কোনো ইসলামী সংগঠনের কোনো কর্মসূচি ছিল না। তারপরও জনগণ উৎসুক হয়ে সেখানে প্রতিবাদ করতে গিয়েছিল। তাদের উপর হামলা হলো। তাহলে বোঝা গেল ওই ভারতের দাদাবাবুদের জন্য পিরিতি আপনাদের উতলায়ে উঠতাছে। আমরাও জানায়ে দেই, আপনারা ভারতে পালাই না। গুলি খেলে বাংলার জমিনে খাবো, বাংলার জমিনে রক্ত দেবো। তবু নাস্তিক, মুরতাদের উদ্দেশ্য বাংলার জমিনে বাস্তবায়িত হতে দিবো না।’

শনিবার (২৭ মার্চ) দুপুর দুইটার দিকে শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কে অনুষ্ঠিত হেফাজতের সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘নির্দেশনার মধ্য থেকে হরতাল পালনের আহ্বান জানাই। কেন্দ্রীয় নায়েবে আমীরকে বলতে চাই, আপনি একা না, আপনার পেছনে নারায়ণগঞ্জবাসী আছে। আমরা ভাইসা আসি নাই। আপনি বললে দুই ঘন্টা সময় লাগবে না নারায়ণগঞ্জ অচল করে দেবো।’

মাওলানা ফেরদাউস বলেন, ‘একজন মানুষ কী পরিমাণ অপরাধ করলে তার বুকে গুলি চালানো যায়? এই প্রশ্ন বাংলাদেশ সরকার ও প্রশাসনের কাছে রাখলাম। হেফাজতে ইসলাম গতানুগতিক রাজনৈতিক সংগঠন না। আমরা বুক পেতে দিচ্ছি আপনারা গুলি করুন। কোথাও উচ্ছৃঙ্খলতা হয়নি। তারপরও বায়তুল মোকাররম মসজিদের ভিতরে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা ভারতের কসাই মোদীর জন্য নিরীহ আলেম-ওলামাদের উপর গুলি চালিয়েছে।’

হেফাজতের এই নেতা বলেন, ‘আপনারা বাংলাদেশের বন্ধ না শত্রু। স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা ভয় পাওয়ার জাতি না। আমরা রক্ত দেওয়ার জাতি। বুলেট দিয়েছি, অস্ত্র দিয়েছি, বুক পেতে দিলাম, গুলি করেন আপত্তি নাই। জনগণের আবেগ বুঝতে চেষ্টা করেন। সীমান্তে হত্যাকারী, ফেলানীর রক্তে যার হাত রঞ্জিত তার পক্ষে থাকবেন না।’

নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী বলেন, ‘মুসলমানদের রক্তে কসাই মোদীর হাত রঞ্জিত। সে আমাদের দুশমন। ঢাকায় কেন্দ্রীয় কোনো কর্মসূচি ছিল না। ধর্মপ্রাণ মুসলমানরা গতকাল জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। কুলাঙ্গার মোদীর বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছিল। তাদের এই স্লোগান দেওয়ার অপরাধে আমার ভাইয়ের বুকে গুলি চালানো হলো। মুরুব্বিরা যেই কর্মসূচি দিবে নিজের বুকের তাজা রক্ত দিয়ে তা পালন করবো।’

জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, জেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা দৌলত সরকার, সাধারণ সম্পাদক মাওলানা মো. বশির উল্লাহ, মহানগরের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, সহসভাপতি মুফতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশীদ, যুগ্ম সম্পাদক মাওলানা আলী হোসাইন, জেলা মুজাহিদ কমিটির সভাপতি ইসলামী আন্দোলনের নেতা মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়