২৪ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:১৭, ৭ মে ২০২১

আপডেট: ২০:৩৩, ৭ মে ২০২১

২ বছরের সাজা মাথায় ১৪ বছর ছিলেন পলাতক

২ বছরের সাজা মাথায় ১৪ বছর ছিলেন পলাতক

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হন আব্দুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তি৷ এই সাজা এড়াতে গত ১৪ বছর যাবৎ পালিয়ে বেরিয়েছেন তিনি৷ তবে শেষ রক্ষা হয়নি৷

শুক্রবার (৭ মে) ভোররাতে সদর উপজেলার মুসলিমনগর এলাকা থেকে গ্রেফতার হন কুদ্দুস৷ ওই এলাকায় তার শ্বশুরবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ৷ সে ওই এলাকার মৃত কালাই সর্দারের ছেলে৷

ফতুল্লা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আব্দুল কুদ্দুসের বিরুদ্বে ২০০৭ সালে পৃথক দু’টি চেক জালিয়াতির মামলায় টাঙ্গাইল দায়রা জজ তৃতীয় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। দুই মামলায় তার এক বছর করে দুই বছরের সাজা হয়৷ রায়ের পর সে ১৪ বছর ধরে পলাতক ছিলেন৷

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার আব্দুল কুদ্দুস দু’টি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি৷ ২০০৭ সাল থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। তথ্য প্রযুক্তির মাধ্যমে কৌশল অবলম্বন করে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়। কুদ্দুসের সাজা হওয়া মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়