২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৫:২৬, ৩ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৫:২৮, ৩ ডিসেম্বর ২০২২

২২ ডিসেম্বর ছাত্র ফেডারেশনের জেলা সম্মেলন

২২ ডিসেম্বর ছাত্র ফেডারেশনের জেলা সম্মেলন

প্রেস নারায়ণগঞ্জ: শিক্ষা ব্যয় কমাও; সন্ত্রাস-দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হবার আহবান নিয়ে আগামী ২২-২৩ ডিসেম্বর ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৭ম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। জেলা কার্যালয়ে এক কর্মীসভার মধ্য দিয়ে ৫টি উপকমিটির সমন্বয়ে ৮১ সদস্যবিশিষ্ট ৭ম জেলা সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতি ইলিয়াস জামান বলেন, ছাত্র ফেডারেশন বাংলাদেশকে মননে-মগজে-চিন্তায় ধারণ করে। বাংলাদেশের যেকোনো দুর্দিনে-সঙ্কটে বুক চিতিয়ে দাঁড়ায়। যারা বাংলাদেশকে লুট করে, শিক্ষার অধিকার কেড়ে নেয়, শিশুদের পথশিশুতে রূপান্তর করে তাদের বিরুদ্ধে অকুতোভয় কন্ঠে আওয়াজ তোলে-দাসত্বের শিক্ষা নয়, মানুষ হবার শিক্ষা চাই। লুটপাট উচ্ছেদ করে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ছাত্র ফেডারেশন তথা ছাত্র সমাজের ঐতিহাসিক কর্তব্য। ত্রাসের-ভয়ের নারায়ণগঞ্জকে বদল করে নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে, মেধা হত্যার নারায়ণগঞ্জের বদল করে শিক্ষাবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে ছাত্র ফেডারেশন বদ্ধ পরিকর। নারায়ণগঞ্জের ছাত্র সমাজকে এই ঐতিহাসিক কর্তব্য পালনের আহবান জানাই।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়