২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৮:০৫, ১৭ এপ্রিল ২০২১

আপডেট: ২০:৫৭, ১৭ এপ্রিল ২০২১

৩শ’ শয্যা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো না’গঞ্জ ক্লাব

৩শ’ শয্যা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো না’গঞ্জ ক্লাব

প্রেস নারায়ণগঞ্জ: করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য কোভিড ডেডিকেটেড ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারের কাছে ৬০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সামসুদ্দোহা সঞ্চয়, জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলামসহ নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সিনিয়র সহসভাপতি শেখ হাফিজুর রহমান, সহসভাপতি বিপ্লব সাহা রামু, সদস্য আশিকুজ্জামান, এস এম রানা প্রমুখ।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর শেষে নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেন, জেলায় যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে সহযোগিতা করতে নারায়ণগঞ্জ ক্লাব পাশে থেকেছে। গেল বছর মহামারী করোনা সংক্রমণের শুরু থেকেই সরকারি হাসপাতালগুলোসহ আক্রান্ত ব্যক্তিদের নানাভাবে সহযোগিতা দিয়েছে। নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতি ও সিদ্ধান্ত অনুযায়ী নারায়ণগঞ্জ ক্লাব সেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখতে খানপুর হাসপাতালে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি।

নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, প্রতিদিন করোনায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বর্তমানে রোগী ভর্তি আছেন ৮৩ জন। তাদের মধ্যে আইসিউতে আছেন ১০ জন। আক্রান্ত রোগীদের সবারই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালে চাহিদা অনুযায়ী অক্সিজের সিলিন্ডার না থাকায় বেশ কিছুদিন যাবৎ ভয়াবহ সংকট দেখা দিয়েছে এবং রোগীদের চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত ঘটছে। নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ অক্সিজেন সহযোগিতা দেয়ায় সেই সংকট দূর হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়