২৮ মার্চ ২০২৪

প্রকাশিত: ২০:১৫, ২৬ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ২০:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২২

৫ দাবিতে প্যারাডাইজ ক্যাবলসের শ্রমিক বিক্ষোভ

৫ দাবিতে প্যারাডাইজ ক্যাবলসের শ্রমিক বিক্ষোভ

প্রেস নারায়ণগঞ্জ: বকেয়া বেতনসহ ৫ দফা দাবিতে কারখানা গেইটের সামনে বিক্ষোভ করেছেন প্যারাডাইজ ক্যাবলসের শ্রমিকরা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ফতুল্লার কুতুবআইল এলাকায় কারখানার সামনে বিক্ষোভ করেন তারা।

শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেলের সভাপত্বিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সহসভাপতি সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, সহসাধারণ সম্পাদক বাদল মোল্লা, সম্পাদক সজিব প্রমুখ।

শ্রমিকরা বলেন, ‘মালিকপক্ষ আমাদেরকে পাওনা না দিয়েই বিতারিত করতে চায়। প্রতিষ্ঠানটি চালু রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু কারখানার মালিকপক্ষ শুধুই মুনাফার কথা ভাবছেন। আমাদের কথা ভাবেন না, বিনিময়ে আজ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাকে আমরা বলবো আমরা শ্রমিকরা সর্বোচ্চ ধৈর্যধারণ করছি কিন্তু আপনি যে ষড়যন্ত্র করছেন তার উচিৎ জবাব আপনাকে দেওয়া হবে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়