২৫ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৫৫, ২২ জানুয়ারি ২০২১

৫'শ বছরের পুরানো মসজিদের ৪ দশকের দ্বন্দ্ব মেটালেন ইউএনও

৫'শ বছরের পুরানো মসজিদের ৪ দশকের দ্বন্দ্ব মেটালেন ইউএনও

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় অবস্থিত পাঁচ শত বছরের পুরানো ঐতিহ্যবাহী কুতুবপুর শাহী মসজিদ ও কুতুবশাহ মাজারের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্ব ছিল দুই পক্ষের। এই দ্বন্দ্ব গড়িয়েছিল আদালত পর্যন্ত। ৪০ বছর যাবত চলমান সেই মামলার অবসান ঘটিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের অবসান ঘটালেন সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

শুক্রবার (২২ জানুয়ারি) জুম্মা নামাজের পর কুতুবপুর এলাকার শতশত মুসল্লী ও এলাকাবাসীর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা স্থাপন ও মসজিদ পরিচালনার জন্য নতুনদের দায়িত্ব বুঝিয়ে দেন তিনি।

সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, প্রায় ৫শ বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী এই কুতুবপুর শাহী মসজিদ।পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। আজকে জুম্মার নামাজ আদায়ে পরে উভয়পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সকলে সিদ্ধান্ত মেনে নেয়ায় ধন্যবাদ জানাই।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়