২৯ মার্চ ২০২৪

প্রকাশিত: ১৭:৫৯, ৭ আগস্ট ২০২২

আপডেট: ১৯:০৫, ৭ আগস্ট ২০২২

৮ বছর পর অস্ত্র ও মাদক মামলায় নূর হোসেনদের বিচার শুরু

৮ বছর পর অস্ত্র ও মাদক মামলায় নূর হোসেনদের বিচার শুরু

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাতখুন মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার ভাই ও ভাতিজাসহ ১১ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে৷ দীর্ঘ আট বছর পর রোববার (৭ আগস্ট) দুপুরে অভিযোগ গঠনের মধ্য দিয়ে জেলা ও দায়রা জজ মুন্সি মশিয়ার রহমানের আদালতে এই মামলার বিচারকাজ শুরু হয়েছে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুজ্জামান বুলবুল জানান৷

এই সময় নূর হোসেনসহ মামলার অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন৷ এর আগে সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় নূর হোসেনকে৷

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মনিরুজ্জামান বুলবুল বলেন, ২০১৪ সালের ২৯ মে পুলিশ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নূর হোসেনের নিয়ন্ত্রিত ট্রাকস্ট্যান্ডের পেছন থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল, ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে৷ ওই বছরের ১৯ অক্টোবর এ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন, তার ভাই নাসিকের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিল নূর উদ্দিন ও ভাতিজা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলসহ ১১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ৷

পিপি বলেন, মামলা জটের কারণে শুনানি পিছিয়ে ছিল৷ আজ অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়েছে৷ দ্রুত মামলাটি নিষ্পত্তি করতে রাষ্ট্রপক্ষ কাজ করছে।

গত ৪ আগস্ট একটি অস্ত্র মামলার রায়ে পৃথক দু’টি ধারায় নূর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন৷ একই আদালত গত বছরের ৬ জানুয়ারি আরেকটি অস্ত্র মামলায় নূর হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন৷

এদিকে চলতি বছরের ১২ মে চাঁদাবাজির মামলায় এই আদালতের রায়ে খালাস পান নূর হোসেন ও তার ভাই-ভাতিজাসহ চার আসামি৷ ২০২০ সালের ১০ ডিসেম্বর একই আদালতে আরেকটি চাঁদাবাজির মামলায়ও খালাস পান নূর হোসেন ও তার পাঁচ সহযোগী৷

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়