দিপুর প্রথম নাটক ‘এলাকার চেয়ারম্যান’
মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১, ২০:০৮
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী মেরাজ আহমেদ দিপু। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তার পদচারনা। কলেজের গন্ডি পার হওয়ার আগেই ধারাবাহিক নাটকে কাজ করেছেন। অসংখ্য নাটকে ছিলেন সহ পরিচালকের ভুমিকায়। এবার নিজের পরিচালনায় একটি নাটক নির্মাণ করে আলোচনায় এসেছেন তরুণ এই নির্মাতা।
সম্প্রতি তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কজি টিভি বিডি’ থেকে মুক্তি পেয়েছে ‘এলাকার চেয়ারম্যান’ নামক নাটকটি। নাটকটির রচনায় রয়েছেন বরজাহান হোসাইন এবং নাটকটিতে অভিনয় করছেন জামিল হোসাইন, ফারজানা রিক্তা, হান্নান শেলি, কোহিনুর আলম, রাজা হাসান, সেলজুক তারিক, নিলা ও শাকিলা পারভিন সহ অন্যান্য অভিনেতা। নাটকটির প্রযোজক হিসেবে থাকছেন বদরুল ইসলাম ও আলিনুর ইসলাম জীবন।
নারায়ণগঞ্জ কলেজের কালচারাল ক্লাবের সদস্য মেরাজ আহমেদ দিপু বন্দর উপলোর কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর বন্দরেই কেঁটেছে তার। তবে বর্তমানে সে ঢাকার বনশ্রীতে বসবাস করছে।
তরুণ এই নির্মাতা নিয়ে নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা বলেন, মেরাজ আহমেদ দিপু নারায়ণগঞ্জ কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থী ‘এলাকার চেয়ারম্যান’ নাটকটি বানিয়েছে। দিপু এই বয়সে একটি সম্পূর্ণ নাটক বানিয়ে ফেলায় আমি রীতিমতো অবাক। আমি দিপুকে অভিনন্দন জানাই এবং সেই সাথে বলবো নিজেকে সমৃদ্ধ করে এগিয়ে যাও এবং সৃজনশীল কাজ করো।
মেরাজ আহমেদ দিপু বলেন, এটি আমার নিজের নির্মানে প্রথম নাটক। এর আগে আমি সুলতান ভাই ধারাবাহিক নাটকে কাজ করেছি যা ৪৮ পর্ব একুশে টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে। তারপর আড়াই বউ, বউ আপা, ও মায়ের অপমান সহ অসংখ্য নাটকে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। সেই সাথে ‘তিন চোর’ নাটকটিতে সহ পরিচালকের পাশাপাশি অভিনয়ও করা হয়েছে আমার। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৭ পর্বের ধারাবাহিক সহ কয়েকটি একক নাটক নিয়ে আসছি দর্শকদের জন্য। আশা করি ভবিষ্যতে দর্শকদের ভালো কিছু দিতে পারবো।
- আসছে আফরিন টুকটুকের 'আহারে মন'
- এবার ঈদে শোয়েব মনিরের ওয়েব সিরিজ ‘ভেড়ার পাল’
- 'অগোচর' দিয়ে উঠান পিক্সরুমের যাত্রা শুরু
- দিপুর প্রথম নাটক ‘এলাকার চেয়ারম্যান’
- নারায়ণগঞ্জে শুক্রবার শুরু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব
- নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’
- নায়ক সাত্তার আর নেই, দাফন রূপগঞ্জের পারিবারিক কবরস্থানে
- সীমান্ত প্রধানের কথায় তানভীর শাহীনের ‘ঘরে থাকো ও হে মানুষ’
- নারায়ণগঞ্জে ‘ন ডরাই’ সিনেমা
- দর্শকদের আগ্রহের মধ্য দিয়ে শেষ হলো সিনেস্কোপের চলচ্চিত্র উৎসব
- প্রিন্স মামুনের স্যাড রোমান্টিক গান ‘খোদা জানে’
- আসছে শাহজাহান শামীমের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাংক চেক’
- না.গঞ্জে ‘দেবী’ হতাশ
- প্রিন্স মামুনের সলো গান 'খোদা জানে' এখন ইউটিউবে
- না.গঞ্জে এসেছিলেন মডেল-অভিনেত্রী অপি করিম