১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৭:২৪, ১১ অক্টোবর ২০২৩

মহালয়ায় উন্মেষ এর প্রযোজনায় ‘মহিষাসুর মর্দিনী’

মহালয়ায় উন্মেষ এর প্রযোজনায় ‘মহিষাসুর মর্দিনী’

কোলকাতার আকাশ বাণী বেতার কেন্দ্র থেকে বহুল প্রচারিত সঙ্গীতজ্ঞ পঙ্কজ কুমার মল্লিক সুরারোপিত ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র গ্রন্থিত আদি মহালয়া পর্বের কাব্য, গীতি ও নৃত্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ করবে উন্মেষ সাংস্কৃতিক সংসদ। আগামী শনিবার (১৪ অক্টোবর) ভোর ৫টায় নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লক্ষ্মী নারায়ণ আখড়া পূজা মণ্ডপে এটা মঞ্চায়ন করা হবে। 

উন্মেষ ২০২১ সালে প্রথম নারায়ণগঞ্জে সরাসরি মঞ্চে এই কাব্য, গীতি ও নৃত্যালেখ্যটি নিয়ে আসে। এ বছর উন্মেষ এটির তৃতীয় মঞ্চায়ন করবে। এই কাব্য, গীতি ও নৃত্যালেখ্যটির সংগীত, নাট্য ও নৃত্য পরিচালনা করেছেন সুজয় রায় চৌধুরী বিকু, প্রদীপ ঘোষ বাবু এবং পুষ্পিতা সাহা। এবারের মঞ্চায়নে উন্মেষের পঞ্চাশোর্ধ কলাকুশলী কাজ করছেন। মহালয়ার ভোরে এই আয়োজনটি সরাসরি মঞ্চে উপভোগ করার জন্য সবার প্রতি উন্মেষ পরিবার সাদর আমন্ত্রণ জানাচ্ছে। 

সর্বশেষ

জনপ্রিয়