অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন কবি মুজিবুল হক কবীর
বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২, ২০:১৩
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বিশিষ্ট কবি, ছান্দসিক, প্রাবন্ধিক মুজিবুল হক কবীর ২০২১ সালের অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেয়েছেন। সুধীজন পাঠাগার এর উদ্যোগে পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নূরল হকের অর্থায়নে প্রবর্তিত এই পুরস্কার শুক্রবার (৮ এপ্রিল) বিকেল তিনটায় শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। পুরস্কার প্রদান করবেন সুধীজন পাঠাগারের প্রাক্তন পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী। সভাপতিত্ব করবেন পাঠাগারের পরিচালক কাসেম জামাল।
মুজিবুল হক কবীরের প্রকাশিত গ্রন্থসংখ্যা বাইশ। ১৯৮৭ সালে প্রথম কাব্যগ্রন্থ `পা যে আমার অনড় পাথর` প্রকাশিত হয়। পরবর্তীতে প্রকাশিত হয় লোপামুদ্রা অন্যান্য কবিতা (১৯৮৭),আমি ও আমার প্রতিবিম্ব (২০০০), রাতের শিরায় আগুন (২০০১), মুজিবুল হক কবীরের কবিতা (২০০৩), জলের অদ্ভুত সংগীত (২০১০), অগ্নিগর্ভ দিন( ২০১১), নির্বাচিত কবিতা (২০১২) ,শূন্যে বেঁধেছি ঘর (২০১৫), আধেক হৃদয় দিয়েছি তোমাকে (২০১৯), আমাকে গড়াঁতে দাও (২০২০)।
মুজিবুল হক কবীরের প্রবন্ধের বই বেরিয়েছে ৬টি। ছন্দের ঘরবাড়ি (২০০২,২০১৩) ছন্দের মায়ামৃগ ও অন্যান্য ভাবনা (২০১১),পর্ব থেকে পর্বান্তরে (২০১৩) অনুভূতির ডালপালা(২০১৫), নির্বাচিত গদ্য (২০১৭), ছন্দশিল্প রবীন্দ্রনাথ (২০২০), নজরুল ছন্দের অন্তর্বয়ন (২০২০)। অনুবাদ গ্রন্থ বেরিয়েছে চারটি: সাঁঝের ভেলায় (শিশুতোষ , ২০১১), সোনালি কাক (শিশুতোষ, ২০১২), এ নীরবতার বিস্তৃতি বহুদূর (২০১৩), জলরঙে আঁকা নক্ষত্রের খোঁপা (২০১৪)।
কবিতার ইংরেজি অনুবাদ বেরিয়েছে ২০১৬ সালে `সিলেক্টেড পয়েমস অফ মুজিবুল হক কবীর` এবং ২০১৭ সালে `আই পেইন্ট ইন দ্যা সাইলেন্ট ক্যানভাস`।
- অধ্যাপক নুরুল হক সাহিত্য পুরস্কার পেলেন কবি মুজিবুল হক কবীর
- প্রাণিসম্পদ ক্যাডারে দেশসেরা আড়াইহাজারের ইমন
- রুমন রেজার পিএইচডি ডিগ্রি লাভ
- নারায়ণগঞ্জে হচ্ছে শেখ রেহানা মেডিকেল কলেজ
- নারায়ণগঞ্জের রুবাইয়া বিএফডিসি’র সেক্রেটারি
- ডয়চে ভেলের প্রতিযোগিতায় দ্বিতীয় সাংবাদিক শিমুল
- রাশিয়ার তরুণীর চোখে রূপগঞ্জের শাপলা বিল
- নারায়ণগঞ্জের ৪ কারখানা পাচ্ছে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’
- জাপানে অ্যাওয়ার্ড জিতেছেন না’গঞ্জ চারুকলার প্রাক্তন শিক্ষার্থী
- কংগ্রেসে যোগ দিতে ভেনেজুয়েলা যাচ্ছেন সুমাইয়া সেতু
- সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণ করবেন না’গঞ্জের বিপুল
- ‘পাবজি’ খেলে আয় করছেন নারায়ণগঞ্জের রাহাত
- নারায়ণগঞ্জের মেয়ে লন্ডনের অ্যাসেম্বলি মেম্বার
- তোলারাম কলেজের প্রাক্তন ছাত্র মাহবুব কোরিয়ান সিনেমার নায়ক
- গুগলে নারায়ণগঞ্জের ছেলে মাহফুজ