১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ 

প্রকাশিত: ১৯:২৫, ৪ নভেম্বর ২০২৩

টিএসএল ৪র্থ আসরের চ্যাম্পিয়ন উদয় সংঘ

টিএসএল ৪র্থ আসরের চ্যাম্পিয়ন উদয় সংঘ

তল্লা সুপার সিক্সেস লীগ (টিএসএল) ৪র্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছে উদয় সংঘ। শুক্রবার (৩ নভেম্বর) হাজীগঞ্জ কিল্লার মাঠে অনুষ্ঠিত ফাইনালে টিম রয়েলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় উদয় সংঘ।

ফাইনালে টসে জিতে উদয় সংঘকে ব্যাটিংয়ে পাঠায় টিম রয়েল। প্রথমে ব্যাট করে ৬ ওভারে তানভীরের ১০৬ রানের উপর ভর করে টিম রয়েলকে ১৫৮ রানের টার্গেট দেয় উদয় সংঘ। ১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে তানভীর ও রনির দুর্দান্ত বলিংয়ে ৭০ রানে অলআউট হয় টিম রয়েল। দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যের জন্যে ব্লোয়ার ম্যান অব দা ফাইনাল নির্বাচিত হন উদয় সংঘের মো. তানভীর।

ফাইনাল শেষে আব্দুল ওয়াহাব ফাউন্ডেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানারআপ ট্রফি তুলে দেন মো. এশারত হোসেন, মো. আনিসুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

এবারের আসরে ইস্কেপ স্টার অফ দা টুর্নামেন্ট এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় উদয় সংঘের মো. তানভীর। (৩৮৭ রান এবং ৭ উইকেট) এবং ইস্কেপ সেরা বোলার হিসেবে নির্বাচিত হন টিম নবাবের খেলোয়াড় মো. আসিফ (১৫ উইকেট), সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন টিম রয়েলের মো. শিশির (৫ উইকেট) ।

সর্বশেষ

জনপ্রিয়