ঢাকা ক্যাটেল এক্সপোতে নারায়ণগঞ্জের খামারীদের অংশগ্রহণ
রবিবার, ২৭ নভেম্বর ২০২২, ২০:৩৪
প্রেস নারায়ণগঞ্জ.কম

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয এবং প্রস্তাবিত বাংলাদেশ ক্যাটেল ফারমার্স এসোসিয়েশন (বিসিএফএ) যৌথ উদ্যোগে যুবসমাজ ও শিক্ষিত যুবকদের উন্নয়নের লক্ষ্যে গরু হৃষ্টপুষ্টকরন সারাদেশের খামারীদের উৎসাহিত করা ও দেশের মাংসজাত শিল্প উন্নয়নের লক্ষে “ঢাকা ক্যাটল এক্সপো ২০২৩ মেলা আয়োজন উপলক্ষে লোগোর উন্মোচন করেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ইতিমধ্যে বাংলাদেশে মাংসে স্বয়ংসম্পূর্ণ। যুব ও ক্রীড়া এবং যুব উন্নয়ন অধিদপ্তর দীর্ঘদিন ধরে যুব উদ্যোক্তা এবং আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তা বড় একটি সফলতার অর্জন। অন্যদের বর্স না বলে নিজেই নিজেদের বর্স হবে আরো অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে এমন একটি উদ্দেশ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছে।
এ পর্যন্ত ৬৭ লক্ষ যুবকদেরকে ট্রেনিং দেয়া হয়েছে তার মধ্যে ৫০% যুবকরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ৮৩ বিষয় নিয়ে ট্রেনিং দেয়া হয় তার মধ্যে উল্লেখযোগ্য প্রাণিসম্পদ এবং কম্পিউটার রয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর বেড়িবাদ এলাকায় আল মদিনা ক্যাটল ফার্ম প্রাঙ্গনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শত শত খামারিদের উপস্থিতিতে কেক কেটে এর লোগোর উন্মোচন করা হয়।
ডেইরিসান প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল ইসলাম জিসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশাসন পরিচালক মো. আব্দুল হামিদ খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মো. লিয়াকত আলী, আল মদিনা ক্যাটেল ফার্মের ব্যবস্থাপনা পরিচালক রমজান আলী ড্যানি এবং নারায়ণগঞ্জের আর কে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচাল কামরান আহমেদ রাসিব, এস এস ক্যাটেলের লুৎফর রহমানসহ অনেকেই।
মন্ত্রী আরও বলেন, ক্যাটেল সেক্টরে যুবকদের আরও বেশি উৎসাহিত করতে পারলে নিজেদের দেশে উন্নত জাতের গরু প্রজনন করা সম্ভব। দেশের মাংস চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব সেই লক্ষ্য কে সামনে রেখে কাজ করা হচ্ছে এবং ক্যাটেল এক্সপো এবং বাংলাদেশ ক্যাডেট ফার্মার অ্যাসোসিয়েশনে মাধ্যমে এটি একটি নব দিগন্তের সূচনা হবে বলে তিনি মনে করেন।
লোগো উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী ৬ এবং ৭ জানুয়ারি ২০২৩ তারিখ আগারগাও পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুই দিন ব্যাপী “ঢাকা ক্যাটল এক্সপো ২০২৩” অনুষ্ঠিত হবে।
মেলায় ১৫০ টি গরু প্রদর্শনি প্যাভিলিওন থাকবে যাতে ঢাকা বিভাগের ১৫০ জন খামারী অংশগ্রহন করতে পারবে এবং প্রায় ৬০০ টি গরু, ছাগল, মহিষ, দুম্বা ও ভেড়া প্রদর্শিত হবে। তাছাড়া থাকবে ৩০ টি স্টল এতে অংশগ্রহন করবে খামার সংশ্লিষ্ট এগ্রো টুলস কোম্পানি, ঔষধ কোম্পানি, গো-খাদ্যের কোম্পানি ইত্যাদি। আরোও থাকবে মেলার অতিথিদের জন্য ফুড কোর্ট এবং বাচ্চাদের খেলার যায়গা।
তাছাড়া মেলায় সেমিনার হলের ব্যবস্থা থাকবে যেখানে খামারিদের বিভিন্ন বিষয়ে ওয়ার্কসপ এবং ট্রেনিং এর ব্যবস্থা করা হবে যুব উদ্যোক্তাদের খামার করায় উৎসাহিত করার লক্ষে।
- বাংলাদেশ প্রিন্টিং মাষ্টার এসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন
- মিশন পাড়ায় সুইট নেশনের আউটলেট উদ্বোধন
- ঢাকা ক্যাটেল এক্সপোতে নারায়ণগঞ্জের খামারীদের অংশগ্রহণ
- বন্দরে থাই টনিক রেস্তোরাঁ উদ্বোধন
- ‘কম রেটে কাজ করে দেউলিয়া হওয়ার পথে নিটিং মালিকরা’
- জমজমাট চারারগোপে ফলের আড়ত
- ঝাল না থাকলেও কাঁচা মরিচের বাজারে আগুন
- ৭শ কোটি টাকার পাট রপ্তানি অনিশ্চিত, ১০ হাজার শ্রমিক কর্মহীন
- বকেয়া আদায়ে সেলিম ওসমানের সহায়তা চাইলেন নিটিং মালিকরা
- নারায়ণগঞ্জে লকডাউনেও চলছে সাতঘোড়া সিমেন্ট ফ্যাক্টরি
- বাজারে শিশু খাদ্যপণ্যের সংকট, আকাশচুম্বী দাম
- নারায়ণগঞ্জে ‘হুজুগে’ বেড়েছে ভোগ্যপণ্যের দাম
- নারায়ণগঞ্জের থান পল্লিতে হাজার কোটি টাকার লেনদেন বন্ধ!
- সোনারগাঁয়ের জামদানি এনে দিল আন্তর্জাতিক মর্যাদা
- নারায়ণগঞ্জে চার দিনে কর আদায় ৪ কোটি ৩৭ লাখ