০৪ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ২১ এপ্রিল ২০২৪

বন্দরের অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প নিয়ে ইসির হুঁশিয়ারি

বন্দরের অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প নিয়ে ইসির হুঁশিয়ারি

আগামী ৮ মে প্রথম ধাপে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প, আচরণ বিধিমালা লঙ্ঘণসহ হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বিভিন্ন বিষয়ে এ নির্বাচন শান্তিপুর্ন ও নিরপেক্ষ করতে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি৷

রোববার (২১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় শেষে তিনি এসব বিষয়ে কথা বলেন৷

‘আলোচনায় কিছু চ্যালেঞ্জের কথা উঠে এসেছে, সেগুলো কীভাবে সমাধান করতে পারবো সেটা নিয়ে কাজ করছি৷ প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী এলাকাগুলোতে সাঁটানো ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশনাও দেওয়া হয়েছে’, বলেন তিনি৷

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা অনুযায়ী  নিয়মের বাইরে গিয়ে অতিরিক্ত নির্বাচনী ক্যাম্প করা হলে তা আইনশৃঙ্খলা বাহিনী পুড়িয়ে দেবে বলেও মন্তব্য করেন এ নির্বাচন কমিশনার৷

তিনি বলেন, ‘অতিরিক্ত ক্যাম্প করে আচরণবিধি লঙ্ঘণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে৷ প্রয়োজনে সেসব অবৈধ ক্যাম্প পুড়িয়ে দেওয়া হবে৷ প্রার্থীরা যাতে আচরণবিধি লঙ্ঘণ না করে সে বিষয়ে মাইকিং করা হবে৷‘

‘স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মাঝে উত্তেজনা থাকে’ উল্লেখ করে আলমগীর বলেন, ‘সে উত্তেজনা আইনশৃঙ্খলা রক্ষায় বা সুষ্ঠু নির্বাচনে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি যাতে না করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে৷ কেন্দ্রে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না৷ আমাদের সজাগ দৃষ্টি থাকবে।’

এ সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দও উপস্থিত ছিলেন৷

সর্বশেষ

জনপ্রিয়