১৭ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২০, ২ মে ২০২৪

’সুষ্ঠু ভোট ও নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে’

’সুষ্ঠু ভোট ও নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে’

সুষ্ঠু নির্বাচন ও ভোট গ্রহণের দিনের নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন  নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল। তিনি বলেছেন, প্রচারে গেলে ভোটাররা প্রশ্ন করেন, তারা কি ভোট দিতে যেতে পারবেন বা গেলেও ভোটটা দিতে পারবেন কিনা৷ ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়া আমাদের (প্রার্থীদের) দায়িত্ব৷ কিন্তু তারা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারেন সেটা দেখা আপনাদের (প্রশাসন) দায়িত্ব৷ আমি আশা করবো, ভোটাররা কেন্দ্রে গিয়ে তারা তাদের ভোট দিয়ে আবার সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারে৷ এটাই চাওয়া৷’

বৃহস্পতিবার (২ মে) সকালে বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন৷

সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরু।  

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএ মুহাইমিন আল জিহান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমএ রশীদ, মাকসুদ হোসেন, মাহমুদুল হাসান শুভ, ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানু, আলমগীর হোসেন, মোশাঈদ রহমান, শহীদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছালিমা হোসেন ও মাহমুদা আক্তার৷

সর্বশেষ

জনপ্রিয়