১৮ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৩, ৪ মে ২০২৪

আড়াইহাজারে স্বামী-দেবরের নির্যাতনে নারীর মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে স্বামী-দেবরের নির্যাতনে নারীর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্বামী ও দেবরের নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ মে) রাতে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত গোলনাহার বেগম (২৫) একই গ্রামের প্রয়াত রহিম মিয়ার মেয়ে।

এই ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. রিপন ও দেবর আরিফ পলাতক রয়েছে বলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাত বছর আগে গোলনাহারের সাথে রিপনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দু’টি সন্তান রয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে ঘরে মুরগি রান্নাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে ওই নারীকে পিটিয়ে আহত করেন তার স্বামী ও শ্যালক। এক পর্যায়ে ওই নারী মূর্ছা গেলে তাকে আহত অবস্থাতে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই আব্দুল হকের অভিযোগ, শ্বশুরবাড়িতে যৌতুকের জন্য তার বোনকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।

নিহত গোলনাহারের পরিবারের সদস্যরা তার হত্যার বিচার দাবি করেন।

ওসি আহসান জানান, খবর পেয়ে পুলিশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
 

সর্বশেষ

জনপ্রিয়