০৮ মে ২০২৪

প্রকাশিত: ২০:৫৩, ৭ মে ২০২১

আপডেট: ২১:২০, ৭ মে ২০২১

বন্দরে পঁচা গরুর মাংস বিক্রি, দোকানিকে জরিমানা

বন্দরে পঁচা গরুর মাংস বিক্রি, দোকানিকে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: বন্দরের মদনপুর একতা সুপার মার্কেটে পচাঁ গরুর মাংস বিক্রির অপরাধে দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭ মে) দুপুরে একতা সুপার মার্কেটের কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন। এসময় দোকানে পঁচা মাংস পেয়ে দোকানি মতিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়। এছাড়াও মাস্ক না পরার অপরাধে এক কাপড় ব্যবসায়ীকে ৫০০ টাকা ও মুদী দোকানী এবং মুরগী ব্যবসায়ীকে ৭০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা নাসিরন জানান, একজন ক্রেতা আমাদেরকে ফোন দিয়ে জানান একতা সুপার মার্কেটে পঁচা মাংস বিক্রি করছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা একতা সুপার মার্কেটের কাঁচা বাজারে অভিযান চালাই। অভিযানে দোকানে পঁচা মাংস দেখি এবং সেই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করি। এছাড়াও মাস্ক না পরার অপরাধে আমরা এক কাপড় ব্যবসায়ীকে ৫০০ টাকা ও মুদী দোকানী এবং মুরগী ব্যবসায়ীকে ৭০০ টাকা জরিমানা করি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়