০৪ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৫, ২৪ এপ্রিল ২০২৪

চেয়ারম্যান প্রার্থী মাকসুদের বিরুদ্ধে স্ত্রীর মামলা

চেয়ারম্যান প্রার্থী মাকসুদের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের বিরুদ্ধে আবারও যৌতুকের মামলা করেছেন তার সাবেক স্ত্রী। অভিযুক্ত মাকসুদ বন্দর উপজেলার মুছাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির জেলা কমিটির সহসভাপতি৷ তিনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্প্রতি তিনি মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন৷

গত মঙ্গলবার তার দ্বিতীয় স্ত্রী দাবি করা সুলতানা বেগম যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত মামলা রেকর্ড করে বিষয়টি তদন্তের জন্য বন্দর থানাকে নির্দেশ দেন বলে জানান আদালত পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান৷

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আদালতের নির্দেশে আজ বুধবার মামলাটি থানায় রেকর্ড করা হয়েছে৷ মামলাটি তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তাও নিয়োগ করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, মাকসুদ হোসেন ১৯৯৮ সালে সুলতানা বেগমকে বিয়ে করেন এবং এ পরিবারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মাকসুদের আগে বিয়ে হলেও সুলতানা তা জানতেন না। তাদের বিয়ের দুই বছর পর মাকসুদ তার পৈতৃক সম্পত্তির অংশ বিক্রি করে টাকা আনতে চাপ দেয় অভিযোগ। সে টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্ত তার স্ত্রী ও মেয়েকে তার শ্বশুর বাড়িতে রেখে যায় এবং কদাচিৎ যোগাযোগ করতো বলে অভিযোগ সুলতানার। এরপর ২০২২ সালের ১১ নভেম্বর আদালতে মামলা করতে বাধ্য হন এ নারী৷

ওই মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে সুলতানা অভিযোগ করেন, গত ২১ এপ্রিল তার স্বামী কয়েকজন বন্ধুসহ তার শ্বশুরবাড়িতে এসে পূর্বে করা যৌতুকের মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। এতে ওই নারী ও তার মেয়ে প্রতিবাদ করলে তার স্বামী তাদের মারধর করে।

তবে, এ বিষয়ে যোগাযোগের জন্য অভিযুক্ত মাকসুদ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি৷ মামলার বিষয়ে জানতে চেয়ে খুদেবার্তারও জবাব দেননি তিনি৷

উল্লেখ্য এর আগেও তার সাবেক স্ত্রী যৌতুকের জন্য নির্যাতন, দেনমোহর ও খোরপোশ আদায়ের জন্য ২ টি মামলা করেছিল। যে মামলা চলমান রয়েছে বিচারিক আদালতে। 

সর্বশেষ

জনপ্রিয়