২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২০:২৯, ১৭ অক্টোবর ২০২০

আপডেট: ২০:৪৯, ১৭ অক্টোবর ২০২০

অবৈধ সংযোগ দেয়ার সময় জব্দ ৪২০ ফুট গ্যাস পাইপ

অবৈধ সংযোগ দেয়ার সময় জব্দ ৪২০ ফুট গ্যাস পাইপ

প্রেস নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় অবৈধ ২টি গ্যাস সংযোগ দেয়ার সময় ৪২০ ফুট অবৈধ গ্যাস পাইপ লাইন জব্দ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এইসময় সংযোগ ২টি বিচ্ছিন্ন করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে তিতাস গ্যাস কর্মকর্তা মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চলে।

এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে অবৈধ দুটি গ্যাসের লাইন সংযোগ দেয়ার সংবাদে স্থানীয় পুলিশ, তিতাস গ্যাসের লোকজন ও সংবাদকর্মীরা এলে অবৈধ গ্যাস সংযোগকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এইসময় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৪২০ ফুট গ্যাস পাইপ জব্দ করে।

এলাকাবাসীর অভিযোগ, একটি চিহ্নিত চক্র হাউজিং এলাকায় কয়েক শত অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে। প্রতিটি অবৈধ গ্যাস সংযোগের জন্য ২ থেকে ৩ লাখ টাকা করে নেয়া হয়েছে। ওই চক্র অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়