৩০ এপ্রিল ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৮, ১৬ এপ্রিল ২০২৪

লাঙ্গলবন্দ স্নানোৎসবে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লাঙ্গলবন্দ স্নানোৎসবে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে দুইদিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী পূণ্য স্নানোৎসবে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের চার নম্বর অন্নপূর্ণা ঘাটে মায়ের সাথে স্নান করতে নেমে পানিতে ডুবে রাজদ্বীপ নামে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাজদ্বীপকে  উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত রাজদ্বীপ চট্টগ্রামের পটিয়ার এলাকার উজ্জ্বল দাসের ছেলে।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুল্লাহ জানান, শিশু রাজদ্বীপ মঙ্গলবার দুপুরে মা প্রিয়াঙ্কা দাস, খালা ও নানির সাথে রাজঘাট এলাকায় পুণ্যস্নান করতে নামে। এ সময় রাজদ্বীপ মায়ের হাতছাড়া হয়ে গেলে পানির নিচে তলিয়ে যায়। 

নিহতের পরিবারকে মরদেহ নিয়ে যেতে লাঙ্গলবন্দ স্নানোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে ২১ হাজার টাকা ও অ্যাম্বুলেন্স ভাড়া করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়