১৩ মে ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:২৯, ২৮ এপ্রিল ২০২৪

বৃষ্টি প্রার্থনায় জেলা শ্রমিক লীগের দোয়া ও শরবত বিতরণ

বৃষ্টি প্রার্থনায় জেলা শ্রমিক লীগের দোয়া ও শরবত বিতরণ

তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় দোয়া ও বিনামূল্যে শরবত বিতরণ করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকালে শহরের ২নং রেলগেটস্থ এলাকায় জেলা শ্রমিকলীগের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল সরদার ও প্রচার সম্পাদক নিজাম উদ্দিন বিপ্লব এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও বৃষ্টি প্রার্থনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়াটি পরিচালনা করেন শেরে বাংলা মার্কেট কমিটির সভাপতি মো. শফিক। দোয়া শেষে রিকশা চালক, অটো রিকশা চালক ও মিশুক চালকসহ শ্রমজীবী মানুষ এবং পথচারীদের মাঝে বিনামূল্যে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। এসময় শরবত পেয়ে ক্লান্ত শ্রমজীবী মানুষ ও পথচারীরা প্রশংসা করেছেন এ উদ্যোগের।

এ বিষয়ে আয়োজক জেলা শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল সরদার বলেন, কয়েকদিন ধরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও বাড়ছে গরম। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনসাধারণ। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া মানুষেরা পড়ছে চরম বিপাকে। রাস্তায় বের হলে প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত হচ্ছেন তারা। এতে করে হিটস্ট্রোকের সম্ভবনা রয়েছে। তাই তাদের কথা ভেবেই জেলা শ্রমিকলীগের পক্ষে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি, এ ঠান্ডা শরবতের মাধ্যমে তাদেরকে সামান্য পরিমান হলেও স্বস্তি দিতে। পাশাপাশি আমরা দোয়া করেছি, মহান আল্লাহ্ পাক যেন এ কঠিন সংকটময় পরিস্থিতি থেকে আমাদের মুক্তির জন্য তার রহমতের বৃষ্টি দান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, মো. আশরাফুল, মো. নিহারুল, মো. লিংকন ও মো. বাঁধনসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়