২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৪৫, ৭ জানুয়ারি ২০২১

আপডেট: ২১:৩৭, ৭ জানুয়ারি ২০২১

আড়াইহাজারে বিস্ফোরণে দগ্ধ রেষ্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু

আড়াইহাজারে বিস্ফোরণে দগ্ধ রেষ্টুরেন্ট ম্যানেজারের মৃত্যু

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে রেষ্টুরেন্টের রান্না ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ প্রতিষ্ঠানটির ম্যানেজার ফরিদ মিয়া মারা গেছেন। বুধবার (৬ জানুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফরিদ স্থানীয় ছোট বিনাইরচর এলাকার মৃত আনছার আলীর ছেলে। তার ভাই রাজু মিয়া বলেন, আগুনে ফরিদের শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

গত ১ জানুয়ারি দুপুরে আড়াইহাজার বাজারের দুবাই প্লাজার ষষ্ঠ তলার ছাদে অবস্থিত রয়েল রেষ্টুরেন্টে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের পাইপের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে রেষ্টুরেন্টের ম্যানেজার ফরিদ (৪৫) ও তার সহকারি সামসুল (২২) সহ তিনজন আগুনে দগ্ধ হয়। তাদের মধ্যে ফরিদ ও সামসুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে তাদের অবস্থা মারাত্মক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে পাঠান। বিস্ফোরণে রেষ্টুরেন্টের আসবাবপত্রসহ বিপুল পরিমান মালামাল ক্ষতিগ্রস্থ হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমি ফরিদের পরিবারসূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়