২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১০, ৬ অক্টোবর ২০২০

আড়াইহাজারে ৯৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, একজনের কারাদণ্ড

আড়াইহাজারে ৯৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, একজনের কারাদণ্ড

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আব্দুল হাকিম (৫৫) নামের এক ব্যবসায়ীকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে উপজেলার গোপালদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: উজ্জল হোসেনের ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, গোপালদী বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির সংবাদে সহাকারী ককমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় ৪ লাখ ৭৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ লাখ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। এইসময় ব্যবসায়ী আব্দুল হাকিমকে এক মাসের জেল দেয়া হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়