২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২২:০৮, ১২ অক্টোবর ২০২১

আপডেট: ২২:০৮, ১২ অক্টোবর ২০২১

ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা দরকার: বন্দর ইউএনও

ডেঙ্গু থেকে রক্ষা পেতে সচেতনতা দরকার: বন্দর ইউএনও

প্রেস নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম কুদরাত-এ-খুদা বলেছেন, `ডেঙ্গু থেকে রক্ষা পেতে ব্যক্তি সচেতনতা দরকার। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকে ও সচেতন করতে হবে। ডেঙ্গু জ্বর হলে আতংঙ্ক নয়, চিকিৎসা নিলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠেন। ডেঙ্গুর লার্ভা যেন জন্ম নিতে না পারে সেদিকে নজর দিতে হবে।`

মঙ্গলবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে বন্দর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালার তিনি এ কথা বলেন। এ সময় জঙ্গীবাদ, নিরাপদ মাতৃত্ব, সড়ক দূর্ঘটনা প্রভৃতি বিষয়ে আলাচনা হয়।

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়) প্রথম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, জেলা তথ্য অফিসার সিরাজ উদদৌলা খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেবুবা সাইদ সোমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহম্মেদ, আবু জাফর জিপু প্রমুখ।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়