২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৫৪, ১৪ অক্টোবর ২০২০

আপডেট: ১৪:৩৮, ১৫ অক্টোবর ২০২০

পুলিশ সদস্যকে প্রকাশ্যে ধমকালেন কুতুবপুরের সেই মীরু

পুলিশ সদস্যকে প্রকাশ্যে ধমকালেন কুতুবপুরের সেই মীরু

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় এক পুলিশ সদস্যকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিয়েছেন হত্যা, চাঁদাবাজিসহ ডজনেরও বেশি মামলার আসামি মীর হোসেন মীরু। সাদা পোশাকে থাকা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এক সদস্যকে প্রকাশ্যে ধমকানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১২ অক্টোবর ফতুল্লার পাগলা বাজার বাস স্ট্যান্ড এলাকায় রাজীব তালুকদার ওরফে ভিপি রাজীবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানবন্ধনের আয়োজন করা হয়। ওই মানববন্ধনের সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি মীর হোসেন মীরু। মানববন্ধনের এক পর্যায়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল আব্দুল মতিনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন মীরু। পরে রিকশায় উঠে ওই পুলিশ সদস্যকে হুমকি-ধমকি দেন তিনি।

এই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে মীর হোসেন মীরুকে বলতে শোনা যায়, ‘আপনি আওয়ামী লীগ করেন, আপনি যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন? আপনি কেন পোলাপানরে দৌড়ানি দিবেন?’ সে সময় উপস্থিত ডিএসবির কনস্টেবল আব্দুল মতিনকে উদ্দেশ্য করে প্রকাশ্যেই কথাগুলো বলেন মীরু।

ওই পুলিশ সদস্যকে হুমকি দিয়ে মীরু বলেন, ‘এইগুলা কিন্তু ভালো না। পূর্বের ইতিহাস কিন্তু করাইয়েন না। আপনি কেন এইগুলা করবেন? কেন দৌড়ানি দিবেন?’ এ সময় ওই পুলিশ সদস্যকে আঙুল উচিয়ে শাসাতে দেখা যায় মীর হোসেন মীরুকে।

এ বিষয়ে মীর হোসেন মীরু মুঠোফোনে প্রেস নারায়ণগঞ্জকে বলেন, ‘শান্তিপূর্ণ মানববন্ধন করতে চেয়েছি আমরা। মানববন্ধন শুরুর পূর্বে কুতুবপুরের আলাউদ্দিন মেম্বারের অফিসে বসে ছিল আমার লোকজন। তারা মানববন্ধনের উদ্দেশ্যে আসার সময় রড হাতে দৌড়ানি দেন ডিএসবির ওই সদস্য। শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে এমন কাজ কেন করবেন তিনি? এইজন্য একটু উত্তেজিত হয়ে পড়ছিলাম।’

এ সংক্রান্ত প্রতিবেদন না করার অনুরোধ জানিয়ে মীরু আরও বলেন, ‘এ বিষয়ে পরে উনি (ডিএসবি) সদস্য দুঃখ প্রকাশ করেছেন। এইটা নিয়া আপনারা লেখালেখি কইরেন না। ঘটনা একটা হইছে কয়েকদিন আগে সেটা বাদ দেন।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়