২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৫:৫৫, ২ মার্চ ২০২১

প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে লাখ টাকা জরিমানা

প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে লাখ টাকা জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভেজাল দই তৈরি, খাদ্যপণ্যে উৎপাদন, মেয়াদ ও মূল্য উল্লেখ না করায় `প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডার`কে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ মার্চ) সকালে সাইনবোর্ড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সিদ্ধিরগঞ্জের সাইবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করে দেখা যায়, প্রতিষ্ঠানটির পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তিণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য উল্লেখ করেনি। দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করেনি এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২৫ হাজার টাকা, ৩৮ ধারায় ২৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়