২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২১, ১৮ এপ্রিল ২০২১

আপডেট: ১৯:২৩, ১৮ এপ্রিল ২০২১

ফতুল্লায় মা‌র্কেট বন্ধ ক‌রাসহ ৩ দোকান মালিককে জরিমানা

ফতুল্লায় মা‌র্কেট বন্ধ ক‌রাসহ ৩ দোকান মালিককে জরিমানা

প্রেস নারায়ণগঞ্জ: প্রাণঘা‌তি ক‌রোনাভাইরা‌স সংক্রম‌ণের বিস্তার রো‌ধে ফতুল্লায় ক‌য়েক‌টি মা‌র্কেট বন্ধ ক‌রাসহ ৩টি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ( ১৮ এ‌প্রিল) সকাল ১১ টা থে‌কে বিকেল পর্যন্ত অ‌ভিযা‌নে নেতৃ‌ত্বে দেন সদর উপজেলার ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান। সদর উপ‌জেলার পাগলা বাজার, ফতুল্লা বাজার ও পঞ্চবটি এলাকায় এ অভিযানে প‌রিচা‌লিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান ব‌লেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়‌নে মা‌ঠে নে‌মে জান‌তে পা‌রি বিভিন্ন মার্কেট লকডাউন অমান্য করে সকাল থেকে খোলা রাখা হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে অ‌ভিযান চা‌লি‌য়ে সেগু‌লো বন্ধ করা হয় ও পাগলা বাজারের দুইটি বিপণি বিতানে ৬ হাজার টাকা ও ফতুল্লা সমবায় মার্কের পাশের একটি মার্কেটের একটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে আগামী ২১ তারিখ পর্যন্ত সরকারের লকডাউন নির্দেশিকা মেনে চলার জন্য সকলকে সতর্ক করা হয়।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়