২৬ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:৪৩, ১৯ অক্টোবর ২০২০

ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে মানববন্ধন

ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভদের ৫ দফা দাবিতে মানববন্ধন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভদের সাপ্তাহিক ছুটি, টিএ-ডিএ, ৭ম গ্রেডে বেতন-ভাতা প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে রূপগঞ্জ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া)।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ের সামনে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন ফারিয়ার সভাপতি ইজ্জত আলী। সভায় বক্তব্য রাখেন আব্দুর রশিদ, হেলাল মাহমুদ, আমিনুল ইসলাম, হীরক মোল্লা প্রমুখ।

সভায় পাঁচ দফা দাবি উল্লেখ করে বক্তারা বলেন, সরকারের ঘোষিত নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেডের সমপরিমাণ টাকা দিতে হবে। বাজারের মূল্য স্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ-ডিএসহ বেতন ভাতা দিতে হবে। চাকুরীর নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে হবে। সাপ্তাহিক ছুটিসহ সকল সরকারি ছুটি প্রদানের বিধান রাখতে হবে। অবিলম্বে তাদের এই পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়