২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:৪৮, ২৭ ফেব্রুয়ারি ২০২১

বন্দরে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সেমিনার

বন্দরে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সেমিনার

প্রেস নারায়ণগঞ্জ: ‘দেশ হলে প্রযুক্তি নির্ভর, জাতি হবে স্বনির্ভর’ এ শ্লোগানে বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক যন্ত্রপাতির কিটবক্স প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বন্দর উপজেলা কপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সাইন্স এন্ড টেকনোলজি মিউজিয়ামের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আজাদ রহমান খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহাম্মেদ, সামিট পাওয়ার লিমিটেড এর প্লান্ট ম্যানেজার মো. ফরিদুল ইসলাম, সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহাম্মদ হালিম মজহার, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিজুর রহমান, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন আহাম্মেদ বলেন, বিজ্ঞানের অবদান অনেক। বিজ্ঞান প্রযুক্তি ছাড়া আমরা একদিনও চলতে পারব না। তাই বিজ্ঞান প্রযুক্তিকে এগিয়ে নিতে হলে এখন থেকে আমাদেরকে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়