২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৯:২১, ১৬ জুন ২০২১

আপডেট: ১৯:২১, ১৬ জুন ২০২১

বন্দরে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বন্দরে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। বুধবার (১৬ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিতাস গ্যাস কোম্পানির সোনারগাঁ জোনাল কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান উপস্থিত ছিলেন।

বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন জানান, উপজেলার দক্ষিণ লক্ষণখোলা, পাতাকাটা এলাকা, ধামগড় ও মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী পৃথক সময়ে তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার অভিযানের নেতৃত্ব দেন। এ সময় প্রায় ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

গত ১৪ জুন তিতাসের অভিযানে ধামগড় ইউনিয়নের চারটি গ্রামের ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়