২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ০৮:১৩, ৮ জুন ২০২৩

আপডেট: ০৮:১৪, ৮ জুন ২০২৩

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-ছেলের

প্রেস নারায়ণগঞ্জ: বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মারা গেছেন বৃদ্ধা মা ও ভাইয়ের৷ তবে প্রাণে বেঁচেছেন মেয়ে৷

বুধবার (৭ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতরা হলেন- সালেহা বেগম (৭০) ও তার দিনমজুর ছেলে আব্দুর রহিম (২৯)৷ তাদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে৷ ভোলাইল গেদ্দারবাজার এলাকায় ভাড়াবাসায় থাকতেন৷

নিহত সালেহার মেয়ে পোশাক কারখানার শ্রমিক মালেকা বলেন, বাড়িত সামনে রশিতে কাপড় শুকাতে দিয়েছিলেন৷ তার পাশে বিদ্যুতের তার ছিল৷ শুকাতে দেওয়া কাপড় ঘরের ভেতরে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ তাকে বাঁচাতে এগিয়ে এসে মা সালেহা বিদ্যুতায়িত হন এবং পরে ভাই আব্দুর রহিমও৷ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর অজ্ঞান অবস্থায় সালেহা ও রহিমকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন৷

হাসপাতালের সামনে ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, ‘সন্ধ্যার পরপরই এ ঘটনা ঘটে৷ মা ও ছেলে দু’জনই মারা গেছেন৷ পুলিশ আটটার পর খবর পেয়ে মরদেহ দু’টি হাসপাতালে পায়৷ সুরতহাল সম্পন্ন হয়েছে৷ স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য নিয়ে যেতে চাচ্ছেন৷ প্রাথমিক কার্যক্রম শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷’

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোহসীন বলেন, ‘এটি একটি দুর্ঘটনা বলেই প্রতীয়মান হচ্ছে৷ স্বজনরাও কোন অভিযোগ করছেন না৷ এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে৷’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়