২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ২১:১৬, ২৩ মার্চ ২০২১

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুদক

সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে দুদক

প্রেস নারায়ণগঞ্জ: জমি খারিজ বাবদ ঘুষ দাবি ও হয়রানির অভিযোগে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ২২ মার্চ গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা-২ এর সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

দুদক সূত্রে জানা যায়, অভিযানে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনপূর্বক প্রাথমিক তথ্যপ্রমাণ সংগ্রহ, কাগজপত্র পরীক্ষা ও তথ্যানুসন্ধান করে দুদকের টিম। তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করা হয়। এ ক্ষেত্রে কোন অনিয়ম সংঘটিত হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে এর সাথে যদি কেউ জড়িত থাকে তবে তা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য প্রমাণসমূহ পরীক্ষা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘দুদকের লোকজন অফিসে এসে আমাদের সাথে কথাবার্তা বলেছেন, রেকর্ডপত্র দেখেছেন। কিন্তু কোনো অভিযোগেরই সত্যতা পাননি। আমাদের অফিসের কেউই দুর্নীতির কোনো বিষয়ের সাথে জড়িত না।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের এলাকা অনেক বড়। কিন্তু এখানে লোকবলের অনেক সংকট। যেখানে অন্তত ১৫ জন লোকবল লাগে সেখানে আছেন মাত্র তিনজন। এই কারণে অনেক সময় কাগজপত্র দিতে দেরি হয়। এছাড়া অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়