২৭ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৮:৫৩, ৮ জুন ২০২৩

আপডেট: ১৮:৫৩, ৮ জুন ২০২৩

হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই সহোদর সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই সহোদর সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

প্রেস নারায়ণগঞ্জ: মাদারীপুর জেলার শিবচর থানা এলাকার আলোচিত সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই সহোদরকে গ্রেফতার করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থেকে। ৯ বছর যাবত তারা নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন বলে জানা যায়। বুধবার ৭ জুন দিনগত ভোর সাড়ে ৪ টায় র‍্যাব-৮ ও ১১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি শাহীন হাওলাদার (৩৮) ও মিজানুর রহমান ওরফে কুটুম (৪২) মাদারীপুর জেলার শিবচর থানার জাদুয়ারচর এলাকার মৃত আব্দুল গফুর হাওলাদার ছেলে।

র‍্যাব জানায়, ২০১৩ সালের ৮ আগস্ট ব্যাবসা বানিজ্য নিয়ে দীর্ঘদিনের কলহের জেরে সোহেল মল্লিককে হত্যা করে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি শাহীন হাওলাদার ও মিজানুর রহমান ওরফে কুটুম। নিজ বসত বাড়ীতে সোহেল মল্লিককে হত্যা করে ঘরের ভিতরে খাটের নিচে লেপ বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় রেখে আত্মগোপনে চলে যায় তারা। দীর্ঘ ৯ বছর মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই আসামি শাহীন হাওলাদার ও মিজানুর রহমান ওরফে কুটুম নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে আত্মগোপনে ছিল। তাদেরকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

 

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়