১৯ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ৩০ এপ্রিল ২০২৪

মাকসুদ চেয়ারম্যানকে ইসির নোটিশ

মাকসুদ চেয়ারম্যানকে ইসির নোটিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ এ নোটিশ ইস্যু করেন৷

রিটার্নিং কর্মকর্তা বলেন, চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেন উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা ভঙ্গ করে নির্বাচনী এলাকায় প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ প্রায় ১০০ মোটরযান নিয়ে শোডাউন করেছেন৷ এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে৷

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তাকে ১২ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলেও জানান কাজী ইস্তাফিজুল৷

এর আগে গত শনিবার আচরণবিধি লঙ্ঘন করে দেয়ালে পোস্টার সাঁটানোয় একই প্রার্থীকে শোকজ নোটিশ দেওয়া হয়৷ মাকসুদ হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে মুছাপুর ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন৷

তবে, এ ব্যাপারে মাকসুদ হোসেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ তাকে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি৷

সর্বশেষ

জনপ্রিয়