২৭ এপ্রিল ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৪৯, ১৮ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে গণপিটুনিতে নিহত ও আহত দুই জনের পরিচয় মিলেছে

সোনারগাঁয়ে গণপিটুনিতে নিহত ও আহত দুই জনের পরিচয় মিলেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৪ জন নিহত ও আহত ১ মধ্যে দুই জনের পরিচয় মিলেছে। নিহত জাকির (৪০) সোনারগাঁয়ের সুখেরটেক এলাকার আমানউল্লাহ'র ছেলে ও হাসপাতালে চিকিৎসাধীন আহত মোহাম্মদ আলী (৪৫) আড়াইহাজারের জাঙ্গালিয়া এলাকার নূরু মিয়ার ছেলে বলে জানা গেছে। রোববার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে গ্রামবাসীর পিটুনিতে চার জন নিহত ও একজন গুরুতর আহত হন। গুরুতর আহত ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন৷ 

পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহত জাকিরের বিরুদ্ধে ডাকাতি, মাদক সহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে শুধু ডাকাতির মামলা রয়েছে ৩ টি। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ুন কবির। বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহের পাশাপাশি নিহত অন্যদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে সিআইডি। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, “গ্রামবাসীর ভাষ্য, রাতের বেলা ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত তাদের গ্রামে ঢোকে৷ পরে গ্রামবাসী সবাই জড়ো হয়ে ডাকাতদলের সদস্যদের গণপিটুনি দেয়৷ আহত একজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে৷ সে জানিয়েছে, তারা ডাকাতদলের সদস্য৷ তারা আট-দশজন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো৷ রমজান মাস হওয়াতে গ্রামের লোকজন তখন জেগে ছিল৷ গ্রামবাসী ডাকাতদলের টের পেয়ে তাদের গণপিটুনি দেয়।”

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রোববার দিবাগত রাতে বাগরি গ্রামের বাগরি বিলে কয়কেজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা৷ তাদের গতিবিধি দেখে গ্রামবাসী তাদের ডাকাত বলে সন্দেহ করে৷ পরে স্থানীয় কয়েকজন মসজিদের মাইকে 'গ্রামে ডাকাত পড়েছে' বলে ঘোষণা দিলে গ্রামবাসী বিলের সামনে জড়ো হয়৷ পরে গ্রামবাসী ধাওয়া দিলে ওই ব্যক্তিরা বিলের পানিতে ঝাপিয়ে পড়ে৷ স্থানীয় লোকজন তাদের মধ্যে পাঁচজনকে ধরে পিটুনি দিলে ৩ জন সেখানেই মারা যায়৷ গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে সেখানে একজন মারা যায়, আরেক জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে৷

 

সর্বশেষ

জনপ্রিয়