৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:২১, ১৯ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে আরও ১৩ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে আরও ১৩ জনের করোনা শনাক্ত

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৮ হাজার ৬৮৭ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ১৫৪ জন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৫ জন, সদরে ৩ জন, বন্দরে ১ জন, আড়াইহাজারে ১ জন ও রূপগঞ্জে ৩ জন আক্রান্ত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩১২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৭০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩১ ও মারা গেছেন ৬ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৬৮৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৪ ও মারা গেছেন ২৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৫৪ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৬৭ হাজার ৬৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮২ জনের।

করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৩৮৭ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩ হাজার ১৮৩ জন, সদর উপজেলার ১ হাজার ৮০৭ জন, রূপগঞ্জের ১ হাজার ৫১৮ জন, আড়াইহাজারের ৬৭৬ জন, বন্দরের ৪১৬ ও সোনারগাঁয়ের ৭৮৭ জন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়