৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১৭:৩০, ১ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৭:৩১, ১ ডিসেম্বর ২০২২

কাজের সময় কমিয়ে দ্রুত ট্রেন চলাচল শুরু করার দাবি

কাজের সময় কমিয়ে দ্রুত ট্রেন চলাচল শুরু করার দাবি

প্রেস নারায়ণগঞ্জ: বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে ঢাকা-নারায়ণগঞ্জ পথে আগামী সাড়ে তিন মাস ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে। যা চার ডিসেম্বর থেকে কার্যকর হবে বলেও তারা জানায়।

তারা জানায়, পদ্মা সেতু রেল সংযোগ ও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ উন্নয়ন প্রকল্পের কাজের জন্য ট্রেন চলাচল বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রেল কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন। কারণ ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের কাজ কয়েক বছর ধরে চলমান থাকলেও তার অগ্রগতি আশানুরূপ নয়। অন্যদিকে করোনাকালে ঢাকা-নারায়ণগঞ্জ পথে ট্রেনের সংখ্যা যে ভাবে কমিয়ে দেয়া হয়েছে তাও আর বৃদ্ধি করা হয় নাই। রেল কর্তৃপক্ষ বার বার বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয় নাই।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঢাকা-নারায়ণগঞ্জ পথে প্রতিদিন প্রায় চল্লিশ হাজারের অধিক মানুষ যাতায়াত করেন। বাসের ভাড়া বৃদ্ধির ফলে ট্রেনকেই সাধারণ মানুষ এখন যাতায়াতের প্রধান বাহন হিসেবে বেছে নিয়েছেন। আজকে মানুষের জীবন-জীবিকা যখন চরম সংকটে, তখন রেল কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত মানুষের সংকটকে আরও বাড়িয়ে তুলবে। আমরা দেশে রেল সেবার আধুনিকায়ন ও উন্নয়ন চাই। কিন্তু জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সাড়ে তিন মাসের পরিবর্তে আরও কম সময়ে কাজ সম্পন্ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা চাই না দেশে অন্যান্য প্রকল্পের মতো এই কাজটি বিলম্বিত হোক। শুরুতেই সে দিকে সতর্ক থাকার জন্য আমরা রেল কর্তৃপক্ষের নিকট দাবি আহ্বান জানাচ্ছি।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়