৩০ এপ্রিল ২০২৪

প্রকাশিত: ১১:৫৩, ১১ মার্চ ২০১৮

একদিনে পাঞ্জোরার মাটির ঘর

একদিনে পাঞ্জোরার মাটির ঘর

প্রেস নারায়ণগঞ্জ ডটকম: একদিনে মনোরম পরিবেশে ঘোরাঘুরি ও গ্রামীণ পরিবশেনায় খাওয়া-দাওয়া করতে চাইলে ঘুরে আসতে পারেন পাঞ্জোরার মাটির ঘর থেকে। ঢাকার কাছেই টঙ্গীর মীরের বাজার ও কাঞ্চন ব্রিজের মাঝখানে পাঞ্জোরাতে অবস্থিতি এই মাটির ঘর রেস্টুরেন্ট।

বৈশিষ্ট্য
সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যাবে এখানে। মাটির ঘরে গাছের গুরি দিয়ে বানানো চেয়ার-টেবিলে মাটির পাত্রে পরিবেশন করা হয় খাবার। বাহারী ভর্তা ও বাংলার ঐতিহ্যবাহী খাবারগুলো আপনাকে দেবে ভিন্ন রকমের স্বাদ। দুপুরের খাবার খেয়ে বিকেলটা কাটানো যাবে ছায়াঘেরা জিন্দাপার্কে।

matir-ghor-cover

যাওয়ার উপায়
কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজগামী বিআরটিসি বাস পাবেন প্রতি ১৫-২০ মিনিট পরপর। ভাড়া জনপ্রতি ২৫ টাকা। সেখান থেকে অটো বা লেগুনাতে চলে যাবেন পাঞ্জোরা; একেবারে মাটির ঘর রেস্টুরেস্টের সামনে। ভাড়া ২০-৩০ টাকা। টঙ্গী স্টেশন রোড থেকে বাস বা লেগুনাতে চলে যাবেন মীরের বাজার। ভাড়া ২০-৩০ টাকা। মীরের বাজার থেকে অটো বা লেগুনাতে সরাসরি পাঞ্জোরা মাটির ঘর রেস্টুরেন্টের সামনে।

matir-ghor-cover

জিন্দাপার্ক
মাটির ঘর রেস্টুরেন্টের সামনে থেকেই অটোতে যেতে পারবেন জিন্দাপার্কে। ভাড়া পড়বে জনপ্রতি ২০ টাকা।

প্রস্তুতি
দলের সদস্য সংখ্যা বেশি হলে আগে থেকেই রেস্টুরেন্টে ফোন করে গেলে সুবিধা হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়