২১ মে ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০২, ৩০ এপ্রিল ২০২৪

বিএনপি নেতা নির্বাচন করার কলিজাটা কোথায় পায়: সেলিম ওসমান

বিএনপি নেতা নির্বাচন করার কলিজাটা কোথায় পায়: সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, ‘এক বিএনপি নেতা বঙ্গবন্ধুকে অপমান করে এই এলাকা থেকে নির্বাচন করার কলিজাটা কোথায় পায়? কোথায় আমার আওয়ামী লীগের কর্মীরা? হাতে কি চুরি পড়েছেন?’

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে পুরান বন্দর এলাকায় বড়ভাই নাসিম ওসমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন।

আরেক চেয়ারম্যান প্রার্থী জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনকে ইঙ্গিত করে সেলিম ওসমান বলেন, ‘একজন রাজাকার সন্তান, জমি দখলকারী; তার পোস্টার কী করে এলাকায় লাগে, শত শত গাড়ি বের করে? মানুষ অবজেকশন দিলে উনি বলেন, ‘সরি’ আর নির্বাচন কমিশন ওনাকে ছেড়ে দেন। প্রশাসনের লোকজন ঘুমায়ে গেলে হবে না, এগুলা দেখতে হবে।’

বন্দর উপজেলা নির্বাচনে ওসমান পরিবারের পছন্দের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ। তিনি গত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

উপজেলা নির্বাচনে পছন্দের তিন প্রার্থীর নাম উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধা, আমার সহকর্মী রশীদ ভাই (চেয়ারম্যান প্রার্থী) একজন মুক্তিযোদ্ধা। নাসিম ওসমান একজন মুক্তিযোদ্ধা, নাসিম ওসমানের সহকর্মী সানাউল্লাহ সানু (ভাইস চেয়ারম্যান প্রার্থী)। আমাদের ছোট শান্তা আমাদের মেয়ের মতো। এইখানে চারজন ইউপি চেয়ারম্যান আছেন, একজন মুখ খুলে বললেন কিন্তু অন্যরা বললেন না। কিন্তু ওনারা প্রতিজ্ঞা করে বলেছেন, এই চার ইউনিয়ন থেকে সমস্ত ভোট স্বাধীনতার পক্ষে যাবে।’

এই প্রসঙ্গে জানতে চাইলে দুইবারের উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুল বলেন, ‘আমি বঙ্গবন্ধুকে অপমান করে কোন কথা বলিনি। এইটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আর সেলিম ওসমান আমার বড় ভাইয়ের মতো, উনি দুই-একটা কথা বলতে পারেন। এইসব নিয়ে কিছু বলবো না। তবে, আমি মনে করি, এই ধরনের কথা ভোটারদের উপর কোন প্রভাব ফেলবে না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমএ রশীদ, জেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানু, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এমএ সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়